ইতিহাস গড়ল নাসা, প্রথমবার একযোগে মহাকাশ স্টেশনের বাইরে পদচারণা করলেন দুই মহিলা মহাকাশচারী

< 1 - মিনিট |

এই প্রথম একযোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) বাইরে পদচারণা করছেন নাসার দুই মহিলা মহাকাশচারী।

কে আর সি টাইমস ডেস্ক

মহাকাশ গবেষণায় ইতিহাস গড়ল নাসা। এই প্রথম একযোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) বাইরে পদচারণা করছেন নাসার দুই মহিলা মহাকাশচারী। শুক্রবার বিকল হয়ে পড়া একটি পাওয়ার কন্ট্রোল ইউনিট বদলানোর কাজে মহাকাশ স্টেশনের কোয়েস্ট এয়ারলকের (স্পেসওয়াকের সময় ব্যবহৃত দরজা) বাইরে বেরোন ক্রিষ্টিনা কচ এবং জেসিকা মেইর । এজন্য প্রায় ৭ ঘণ্টা ১৭ মিনিট মহাকাশে কাটান দু’জনে।

 কেবল মহিলা নভশ্চরদের নিয়ে এই স্পেসওয়াকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ বছরের মার্চ মাসে। কিন্তু তখন সঠিক মাপের স্পেস স্যুট না থাকায় বাতিল করা হয় পরিকল্পনা। এবারেও প্রথমে অক্টোবর মাসের ২১ তারিখে নির্ধারিত ছিল স্পেসওয়াকের দিনটি। পরে তা এগিয়ে এনে ১৮ তারিখ করা হয়। শেষপর্যন্ত নিজেদের কাজ সফলভাবে করে করেন তাঁরা | শুধু তাই নয় নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাও বলেন তাঁরা। নাসার এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা আমেরিকা।   এর আগে ক্রিস্টিনা আরও তিনটি স্পেসওয়াকে অংশ নিলেও জেসিকার এটিই প্রথম স্পেসওয়াক ছিল। নাসার তথ্যমতে, তিনি মহাকাশে পদচারণা করা ১৫ তম নারী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news