জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ এবং কাশ্মীরকে দু’ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান
ভারতকে কোণঠাসা করতে গিয়ে আন্তর্জাতিক মহলে ফের জোরালো ধাক্কা খেল পাকিস্তান। ফ্রান্স, বাংলাদেশ-এর পর এবার নেপালও জানিয়ে দিল, ৩৭০ অনুচ্ছেদ বাতিল ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে কাশ্মীরের বর্তমান অবস্থা প্রসঙ্গে নেপালের অবস্থান কী তা নিয়ে জিজ্ঞেস করা হলে নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গাওয়ালি বলেন, ‘সংবিধান পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণরূপে সরকারেরই ডোমেইন। তাই আমাদের কোনও মন্তব্য থাকতে পারে না।’ নেপালের বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, ‘প্রধান উদ্বেগের বিষয় হল ওই অঞ্চলে বহু নেপালি কর্মরত। তাঁরা নিরাপদে আছেন এ জন্য আমরা ভীষণ খুশি। কোনও সমস্যাই নেই। নিরাপত্তা ইস্যুতে ভারত সরকারের সঙ্গে আমরা নিবিড়ভাবে সমন্বয় বজায় রেখেছি।’
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ এবং কাশ্মীরকে দু’ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করার জন্য উঠেপড়ে লেগেছে ইমরান খান সরকার। যদিও, ফ্রান্স এবং বাংলাদেশ-সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিল ভারতের অভ্যন্তরীণ বিষয়। এবার পাকিস্তানকে চাপে ফেলে নেপালও জানিয়ে দিল, ৩৭০ অনুচ্ছেদ বাতিল ভারতের অভ্যন্তরীণ বিষয়।