‘বাবার চিতাভস্মর ডিএনএ পরীক্ষা হোক’ প্রধানমন্ত্রীর কাছে আর্জি নেতাজি কন্যার

< 1 - মিনিট |

মোদিকে এই রহস্যভেদ করার আর্জি জানিয়ে অনিতা বসু পাফ জানান, যদি আলাদা কোনও প্রমাণ পাওয়া যায়, তাহলে তিনি তা মেনে নেবেন কিন্তু তিনি মনে করেন ১৯৪৫ সালের ১৮ অগস্ট এক বিমান দুর্ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়েছে৷

কে আর সি টাইমস ডেস্ক

নেতাজি কন্যা বিশিষ্ঠ অর্থনীতিবিদ অনিতা বসু পাফ চান জাপানের রেনকোজি মন্দিরে রাখা নেতাজির চিতা ভস্মের যেন ডিএনএ পরীক্ষা করা হয়, এই বলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন, তা যদি করা হয় সত্য সবার সামনে আসবে ও নেতাজির মৃত্যু ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করা হয়৷ কারণ অভিযোগ করা হয় পূর্ববর্তী সরকার এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে অগ্রাহ্য করেছে৷

মোদিকে এই রহস্যভেদ করার আর্জি জানিয়ে অনিতা বসু পাফ জানান, যদি আলাদা কোনও প্রমাণ পাওয়া যায়, তাহলে তিনি তা মেনে নেবেন কিন্তু তিনি মনে করেন ১৯৪৫ সালের ১৮ অগস্ট এক বিমান দুর্ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়েছে৷ তিনি বলেন, এজন্য তিনি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন যাতে ডিএনএ পরীক্ষার জন্য টোকিওর রেনকোজির মন্দির থেকে চিতা ভস্ম আনা যায় ৷

অন্য কোনও প্রমাণ না পাওয়া যাওয়ায় তিনি বিমান দুঘর্টনায় মৃত্যুর কথা বিশ্বাস করলেও বহু মানুষই তা বিশ্বাস করতে চান না৷ আর তাই তিনি এই মৃত্যু রহস্যের অবসান ঘটাতে চাইছেন৷ সেজন্য এই রহস্যের সবেচেয়ে ভাল সমাধান হল ডিএনএ টেস্ট করানো৷ জার্মানি থেকে ফোনে অনিতা সংসদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন৷


স্বাধীনতা পর নেতাজির মৃত্যু নিয়ে তিনটি তদন্ত কমিশন হয়েছে ৷ এরমধ্যে ১৯৫৬ সালে শাহ নওয়াজ কমিশন এবং ১৯৭০ সালে খোসলা কমিশন হয় কংগ্রেস জামানায় এবং ১৯৯৯ মুখার্জি কমিশন তা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে হয়েছে৷ ২০১৫ সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরে হাতে থাকা ৬৪টি ফাইল প্রকাশ্যে আনে এবং ২০১৬ সালে বিজেপি সকার ১০০টি ফাইল প্রকাশ্যে আনে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news