ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা ইমরানের

< 1 - মিনিট |

কূটনৈতিক সম্পর্ক অবনতি সহ নেওয়া হয়েছে পাঁচটি সিদ্ধান্ত

কে আর সি টাইমস ডেস্ক

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ করায় গোসা হয়েছে পাকিস্তানের। ভূস্বর্গের পরিবর্তিত পরিস্থিতিতে ভারত সম্পর্কে চিন্তাভাবনাতেও বদল আনছে প্রতিবেশী দেশটি। আঁতে ঘা লাগায় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি করে বাণিজ্য বন্ধ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের যে ৩৭০ ধারা রদের বিষয়িট একেবারেই পছন্দ হয়নি সেটা সোমবারই বোঝা গিয়েছিল। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে হুমকি দিয়েছিলেন, পুলওয়ামার মতো হামলা আরও হবে। তবে ভারত যে এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা যেন পাকিস্তান কিছুতেই হজম করতে পারছে না। আর সেজন্যই ভারতকে শিক্ষা দিতে উঠে পড়ে লাগল পাকিস্তান।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও অবনতি করল। ওয়াঘা সীমান্ত আটকেছে পাকিস্তান। এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে পাক প্রধানমন্ত্রী মোট পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনতি করা

দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা

দু’দেশের মধ্যে যে সমস্ত চুক্তি রয়েছে তা ফের একবার পর্যালোচনা করা

কাশ্মীরের ৩৭০ ধারা বিলুপ্তির নিয়ে রাষ্ট্রসংঘ রাষ্ট্রপুঞ্জে, নিরাপত্তা পরিষদে দরবার করা

আগামী ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন কাশ্মীরিদের পাশে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে থাকার বার্তা দেওয়া

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খানের পাশপাশি উপস্থিত ছিলেন সেদেশের বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অভ্যন্তরীণ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, মানবাধিকার মন্ত্রী এবং সে দেশের আইন মন্ত্রী। এছাড়াও পুলিশের উচ্চপদস্থ কর্তারা ছিলেন। সেখানেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news