মধ্য অসমের হোজাইয়ে চলন্ত ট্রেনে উদ্ধার ত্রিপুরা যুবকের মৃতদেহ

< 1 - মিনিট |

আজ সকালে হোজাই স্টেশনে আসার পর ট্রেনের এস ১ নম্বর কামরার ৬৩ নম্বর আসন থেকে রেল পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে

কে আর সি টাইমস ডেস্ক

মধ্য অসমের হোজাই রেল স্টেশনে আজ বুধবার শিয়ালদহ-আগরতলা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেসে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। যুবককে আগরতলার নিকটবর্তী সিপাহিজলা জেলার কাঁঠালিয়া এলাকার বাসিন্দা জনৈক রাজীব সরকার বলে শনাক্ত করা হয়েছে।
রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নগাঁওয়ের ভোগননী ফুকননী অসামরিক হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যে নিহত রাজীবের বাড়িতে এই খবর পাঠানো হয়েছে।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, রাজীব সরকার তাঁর ভাইয়ের সঙ্গে কলকাতা থেকে তার কাঠালিয়ার বাড়ির উদ্দেশে আসছিলেন শিয়ালদহ-আগরতলা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেসে। কিন্তু আজ সকালে হোজাই স্টেশনে আসার পর ট্রেনের এস ১ নম্বর কামরার ৬৩ নম্বর আসন থেকে রেল পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ তাঁর ভাইকে জিজ্ঞাসাবাদ করছে। কী কারণে রাজীব সরকারের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে এখনও কোনও তথ্য দিতে পারছেন না হোজাইয়ের কর্তব্যরত রেল কর্তৃপক্ষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news