অরবিটার ভালোভাবেই কাজ করছে, গগনযান অভিযানের জন্য প্রস্তুতি শুরু ইসরো-র : কে শিবণ

< 1 - মিনিট |

, চন্দ্রযান-২-এর অরবিটার ভালোভাবেই কাজ করছে| এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র নতুন লক্ষ্য হল-গগনযান অভিযান

কে আর সি টাইমস ডেস্ক

ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে চাঁদে| চন্দ্রযান-২-এর বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগের আশাও শেষ|কিন্তু, চন্দ্রযান-২-এর অরবিটার ভালোভাবেই কাজ করছে| এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র নতুন লক্ষ্য হল-গগনযান অভিযান| সেই লক্ষ্যকে অগ্রাধিকার দিয়ে প্রস্তুতিও শুরু করেছে ইসরো|

 শনিবার সকালে ইসরো-র চেয়ারম্যান কে শিবণ জানিয়েছেন, ‘চন্দ্রযান-২-এর অরবিটার খুব ভালো ভাবে কাজ করছে| অরবিটারে মোট আটটি ইন্সট্রুমেন্ট রয়েছে এবং আমাদের প্রত্যাশা মতোই আটটি ইন্সট্রুমেন্ট ভালোভাবেই কাজ করছে|’

ল্যান্ডার বিক্রম প্রসঙ্গে ইসরো-র চেয়ারম্যান বলেছেন, ‘ল্যান্ডার বিক্রমের সঙ্গে এখনও পর্যন্ত সংযোগস্থাপন করা সম্ভব হয়নি| আমাদের পরবর্তী লক্ষ্য হল গগনযান মিশন|’ প্রসঙ্গত, ১৪ দিনের মিশনের ‘জীবন’ নিয়েই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ভারতের চন্দ্রযান-২| 

গত ৭ সেপ্টেম্বর ভোররাতে চাঁদের মাটি স্পর্শ করার কথা ছিল বিক্রমের| কিন্তু, চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার উপরেই বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো-র গ্রাউন্ড স্টেশনের| এক চন্দ্র দিবসের সময়সীমা পৃথিবীর হিসেবে ১৪ দিন| এবার ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে চাঁদে| অন্ধকারাচ্ছন্ন চাঁদে তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়| প্রবল ঠাণ্ডায় জমে যাবে বিক্রম ল্যান্ডার| তাই বিক্রমের সঙ্গে যোগাযোগের আর কোনও আশা নেই|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news