ইসলামাবাদের কাছে আশাবাদী দিল্লি, অবশেষে কূলভূষণকে ছাড়তে রাজি হল পাকিস্তান

< 1 - মিনিট |

কনস্যুলার অ্যাক্সেসের ক্ষেত্রে পাকিস্তানের প্রস্তাব মেনেও নিয়েছে ভারত| সোমবার সকালে ভারত সরকার সূত্রে জানা গিয়েছে, কূলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকের দেখা করার ক্ষেত্রে পাক প্রস্তাব মেনে নিয়েছে ভারত সরকার

কে আর সি টাইমস ডেস্ক

কূলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করার অনুমতি (কনস্যুলার অ্যাক্সেস) দিতে হবে পাকিস্তানকে| গত ১৭ জুলাই ইমরান খান সরকারকে এমনই নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক ন্যায় আদালত| কিন্তু, বিগত দেড় মাসেও পাকিস্তানের নানা টালবাহানায় অনুমোদন মেলেনি| অবশেষে সোমবার কনস্যুলার অ্যাক্সেস দিতে সম্মত হয়েছে পাকিস্তান| কনস্যুলার অ্যাক্সেসের ক্ষেত্রে পাকিস্তানের প্রস্তাব মেনেও নিয়েছে ভারত| সোমবার সকালে ভারত সরকার সূত্রে জানা গিয়েছে, কূলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকের দেখা করার ক্ষেত্রে পাক প্রস্তাব মেনে নিয়েছে ভারত সরকার| কূলভূষণ যাদবের সঙ্গে দেখা করার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় কূটনীতিক গৌরব আহলুওয়ালিয়াকে|

ইমরান খান সরকারের কাছে ভারত সরকার আশাপ্রকাশ করেছে, ‘আমরা আশা করছি যে, পাকিস্তান সঠিক পরিবেশ নিশ্চিত করবে যাবে বৈঠকটি আইসিজি-র নির্দেশে চিঠি এবং চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে অবাধ, সুষ্ঠু, অর্থবহ এবং কার্যকর হবে|’ প্রসঙ্গত, গত ১৭ জুলাই আন্তর্জাতির ন্যায় আদালত রায় দিয়েছিল, কূলভূষণকে কনস্যুলার অ্যাক্সেস দিতে হবে| আগস্টের শুরুতে পাকিস্তান অনুমোদন দিয়েও শর্ত চাপিয়েছিল| পাক শর্ত ছিল, কূলভূষণের সঙ্গে সাক্ষাতের সময় পাক প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং গোটা প্রক্রিয়া ক্যামেরাবন্দি করা হবে| কিন্তু, ওই শর্ত মেনে কূলভূষণের সঙ্গে দেখা করেননি ভারতীয় কূটনীতিকরা| দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মাথা নত করেছে ইমরান খান সরকার| সোমবারই কূলভষণের সঙ্গে দেখা করবেন ভারতীয় কূটনীতিক গৌরব আহলুওয়ালিয়া|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news