মঙ্গলবার এই হামলা চালানোর পেছনে পাকিস্তান সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনী ছাউনিগুলি ধ্বংস করে দেওয়া। এমনকি তাদের গোলা বর্ষণ থেকে বাদ যায়নি ভারতীয় গ্রামগুলিও
সংঘর্ষ বিরতি আবার লঙ্ঘন করল পাকিস্তান। মঙ্গলবার সকালে বারামুল্লা জেলার উরি সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি এবং গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম ধারায় গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। শুরু হয় দুই তরফে তুমুল লড়াই।
মঙ্গলবার এই হামলা চালানোর পেছনে পাকিস্তান সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনী ছাউনিগুলি ধ্বংস করে দেওয়া। এমনকি তাদের গোলা বর্ষণ থেকে বাদ যায়নি ভারতীয় গ্রামগুলিও। মার্টার এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। পাল্টা যোগ্য দেওয়া হয় ভারতের তরফে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুলি বিনিময় এখনও চলছে বলে জানা গিয়েছে।
উল্লেখ করা যেতে পারে পুঞ্চের দুই জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনা।