ভারতের জন্য ফের আকাশপথ বন্ধ করতে চায় পাকিস্তান

< 1 - মিনিট |

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি দিকগুলি খতিয়ে দেখছে পাকিস্তান

কে আর সি টাইমস ডেস্ক

এ বার ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ রাখার পরিকল্পনা করছে পাকিস্তান। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যের রাস্তা বন্ধ করে দেওয়া নিয়েও আলাপ আলোচনা চলছে। জম্মু-কাশ্মীর নিয়ে চাপ বাড়াতেই এরকম পিরকল্পনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।   

মঙ্গলবার টুইটারে এমনই জানালেন সে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন। তিনি জানান, বিষয়টি পর্যালোচনা করে দেখছে ইমরান খান সরকার। এ নিয়ে মন্ত্রিসভায় একদফা আলোচনাও হয়েছে। এ দিন টুইটারে ফাওয়াদ হুসেন লেখেন, ‘ভারতীয় বিমানের জন্য আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছেন ইমরান খান। পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানে বাণিজ্য করে ভারত। সেই রাস্তা বন্ধ করে দেওয়া নিয়েও মন্ত্রিসভায় একদফা আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি দিকগুলি নিয়ে কথাবার্তা চলছে। শুরুটা মোদি করেছেন। শেষ আমরা করব ।’

জম্মু-কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলের সমর্থন জোগাড়ের জন্য অহরহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এমনকি এ নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে তারা। তার মধ্যেই সোমবার দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করেন ইমরান। নরেন্দ্র মোদি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে কাশ্মীরে মানবতা লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারিও দেন। তার পরই এ দিন আকাশসীমা বন্ধ করার হুঁশিয়ারি দিলেন তাঁর মন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news