পাকিস্তানে ফের আক্রান্ত সংখ্যালঘু, পেশওয়ারে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা এক শিখ যুবক

< 1 - মিনিট |

পাকিস্তানে ফের আক্রান্ত সংখ্যালঘু | নানকানা সাহিব গুরুদ্বারে হামলা নিয়ে দুইদেশের বাকযুদ্ধের মধ্যেই রবিবার সেদেশের পেশওয়ারে এক শিখ যুবককে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা

কে আর সি টাইমস ডেস্ক

পেশওয়ার, ৫ জানুয়ারি (হি.স. ): পাকিস্তানে ফের আক্রান্ত সংখ্যালঘু | নানকানা সাহিব গুরুদ্বারে হামলা নিয়ে দুইদেশের বাকযুদ্ধের মধ্যেই রবিবার সেদেশের পেশওয়ারে এক শিখ যুবককে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা।
এই খবর প্রকাশিত হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে | পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের নাম রবীন্দ্র সিং। বয়স ২৫ বছর। পাখতুনখোয়ার বাসিন্দা রবীন্দ্র পাক সাংবাদিক হরমিত সিংয়ের ভাই। পেশওয়ারে এসেছিলেন বিয়ের কেনাকাটা করতে। এখানেই তাঁকে নিশানা করে দুষ্কৃতীরা। মৃতের পরিবার জানিয়েছে, অজানা নম্বর থেকে ফোন করে রবীন্দ্রের মৃত্যুর খবর জানানো হয়। সেই খবর পেয়েই তাঁরা পেশোয়ারে ছুটে যান। দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ।উল্লেখ্য, পাকিস্তানে শিখদের উপর হামলার ঘটনা নতুন নয়। শিখ কিশোরীদের অপহরণ করে ধর্মান্তরণের অভিযোগও অজস্র। এই ঘটনার দু’দিন আগে শুক্রবার পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারে কয়েকজন পুণ্যার্থীর উপরে আক্রমণের ঘটনা ঘটে। তীর্থযাত্রীদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এর আগে লাহৌরের নানাকানা সাহিব এলাকায় এক শিখ পুরোহিতের মেয়ে জগজিৎ কৌরকে মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল কয়েকজন মুসলিম যুবকের বিরুদ্ধে। জগজিতের পরিবার দাবি করেছিল, ধর্মান্তরণ করিয়ে এক মুসলিম যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল জগজিতকে। তার আগে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল জগজিতের উপরে। ক্ষোভে ফেটে পড়ে লাহৌরের শিখ সম্প্রদায়ের মানুষজন। গুরুদ্বারের সামনে বিক্ষোভ করতে দেখা যায় শিখ ও স্থানীয় হিন্দুদেরও। সেখানেই হামলা চালান হয় |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news