নয়া বিল্ডিং প্ল্যানে বাধ্যতামূলক পার্কিংজোন : ত্রিপুরা হাইকোর্ট

< 1 - মিনিট |

পার্কিং সুবিধা ছাড়া কোনও বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদন দেওয়া যাবে না

কে আর সি টাইমস ডেস্ক

ত্রিপুরার  বিল্ডিং পরিকল্পনায় এবার  নয়া সংযোজন। ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ  বাড়ি তৈরির পরিকল্পনা অনুমোদনে  পার্কিংজোন বাধ্যতামূলক করার নির্দেশ জারি করেছে৷ পাশপাশি দুই সপ্তাহের মধ্যে ত্রিপুরা সরকারের মুখ্য সচিবকে নিজের বক্তব্য হলফনামায় দিতে বলেছে৷

চলতি বছরের মার্চে ত্রিপুরা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দাখিল করেন জনৈক কৌশিক নাথ৷ ওই মামলায় শহর আগরতলায় পার্কিং ও হকার সমস্যা, মিটার অটো রিকশা চালু, যান চালকদের পরিচয়পত্র প্রদান ইত্যাদি বিষয় ছিল৷ সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় শুনানিতে অন্তর্বর্তী আদেশে হকার উচ্ছেদে ব্যবস্থা নিতে আগরতলা পুর নিগমকে নির্দেশ দিয়েছিল৷ আজ বিল্ডিং রুলস ২০১৭ মোতাবেক অনুমোদন দেওয়ার জন্য রাজ্য সরকার এবং পুর নিগমকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট ৷

মুখ্য বিচারপতি বলেছেন, ত্রিপুরা বিল্ডিং রুলস ২০১৭ মোতাবেক ৭০ স্কোয়ার মিটারের বেশি জায়গায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে পার্কিংয়ের সুবিধা রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷ কিন্তু,পরবর্তী সময়ে সেই রুলস সংশোধন করেছে ত্রিপুরা সরকার৷ কিন্তু, এখন থেকে রাজ্য সরকারের কোনও আধিকারিক কিংবা পুর নিগমের কমিশনার বিল্ডিংয়ের প্ল্যান পার্কিংয়ের সুবিধা রাখা হলেই অনুমোদন দিতে পারবেন৷ পার্কিং সুবিধা ছাড়া কোনও বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদন দেওয়া যাবে না৷

পাশাপাশি এ-বিষয়ে মুখ্যসচিবকে পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশ কার্যকরের জন্য বলেছে ত্রিপুরা হাইকোর্ট৷ তবে, এ-নিয়ে কোনও বক্তব্য থাকলে তা আগামী দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে মুখ্যসচিবকে জানাতে বলেছে৷ এই মামলায় পরবর্তী শুনানি আগামী ১৩ আগস্ট ধার্য করেছেন মুখ্য বিচারপতি৷ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news