প্রায় ঘন্টা খানেক প্রচেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার হয় অজগর সাপটি। তুলে দেওয়া হয়েছে বন দফতরের এর হাতে
আমাজনের জঙ্গলের হাড়হিম করা বিষধরের দেখা মিলল শোবার ঘরে। ময়নাগুড়ির খুকশিয়া পার্ক এলাকায় হঠাৎই পাইথন উঁকি দেয় শোবার ঘরে। সেই দৃশ্য দেখে আতঙ্কে মৃতপ্রায় অবস্থা হয়ে পড়ে গৃহকর্ত্রীর। অজগর সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ময়নাগুড়ি জুড়েই।
রাতে বিছানায় ঘুমিয়ে ছিলেন ময়নাগুড়ি খুকশিয়া পার্ক এলাকার বাসিন্দা সোয়েল রায়। খস খস শব্দে ঘুম ভেঙে যায়। শিলিং এর দিকে চোখ যেতেই দৃশ্য দেখে হাড় হিম হয়ে যায় তাঁর। দেখেন ঘরের সিলিং এ পেচিয়ে আছে অজগর সাপ।
ছুটে বাইরে বেরিয়ে খবর দেন ময়নাগুড়ি থানায়। এরপর থানা থেকে খবর যায় স্থানীয় পরিবেশকর্মী নন্দু রায়ের কাছে।
এরপর টিম নিয়ে ঐ বাড়িতে যান নন্দুবাবু। প্রায় ঘন্টা খানেক প্রচেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার হয় অজগর সাপটি। তুলে দেওয়া হয়েছে বন দফতরের হাতে।