বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডনেশন-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে ‘গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছেন বিল গেটস
আন্তর্জাতিক মহলেও স্বীকৃতি পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের স্বচ্ছভারত অভিযান| ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর জন্য ‘গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডনেশন-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে ‘গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছেন বিল গেটস| স্বচ্ছতার জন্য আন্তর্জাতিক মহলে সম্মানিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এই পুরস্কার ও সম্মান আমার নয়, এই পুরস্কার সেই সব কোটি কোটি ভারতীয়দের যাঁরা স্বচ্ছ ভারতের সংকল্পই শুধু নেননি, বরং নিজেদের দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলেছেন স্বচ্ছতাকে|
নিউইয়র্কে আয়োজিত ‘গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকীতে এই পুরস্কার পাওয়া ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ| গণতন্ত্রের প্রধান লক্ষ্যই হল মানুষ সমস্ত সিস্টেম ও প্রকল্পের কেন্দ্রে থাকবেন| গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন মানুষের সুবিধে-অসুবিধের কথা মাথায় রেখে সরকার নীতি তৈরি করে|’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘গত পাঁচ বছরে সারা দেশে ১১ কোটি টয়লেট তৈরি হয়েছে| এই প্রকল্প দেশের গরিব এবং মহিলাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে| আমি ভীষণ খুশি এটা দেশে যে মাহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারতের স্বপ্ন সফল হয়েছে|’