রাশিয়া পৌঁছেই জাহাজ সফরে প্রধানমন্ত্রী মোদি

< 1 - মিনিট |

ভেজডা শিপ বিল্ডিং কমপ্লেক্সে এদিন শিপ ইয়ার্ডের কর্তৃপক্ষ এবং কর্মীদের সঙ্গে কথা বলেন মোদি

কে আর সি টাইমস ডেস্ক

বুধবারই রাশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে পৌঁছতেই রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে জাহাজ সফরে বেরিয়ে পড়লেন ভেজডা (Zvezda) শিপ বিল্ডিং কমপ্লেক্সের উদ্দেশ্যে। এদিন বিমানবন্দরে ‘গার্ড অফ অনার’ দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। 

ভেজডা শিপ বিল্ডিং কমপ্লেক্সে এদিন শিপ ইয়ার্ডের কর্তৃপক্ষ এবং কর্মীদের সঙ্গে কথা বলেন মোদি। সরকারি সূত্রের খবর, নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য বজায় রাখতেই এদিন তাঁকে সঙ্গে নিয়ে ভেজডা শিপ বিল্ডিং কমপ্লেক্স যান রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। তাঁর সহযোগী ইউরি উষাখোভ জানিয়েছেন, “এখান থেকেই আগামী দিনে রাশিয়ার তেল এবং লিক্যুইড প্রাকৃতিক গ্যাস পাঠানো হবে ভারত-সহ অন্যান্য বিশ্ব বাজারে।” ‘ভেজডা শিপ ইয়ার্ড’ তৈরি হচ্ছে ‘ফার ইস্টার্ন শিপবিল্ডিং অ্যান্ড শিপ রিপেয়ার সেন্টার’-এর বেসে। এর দায়িত্বে রয়েছে রসনেফ্ট, রসনেফতেগাজ এবং গাজপ্রমব্যাঙ্ক। এখানে তৈরি হবে ভারী টোনেজ জাহাজ, অফশোর প্ল্যাটফর্ম এলিমেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় সামুদ্রিক সরঞ্জাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news