প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ভুটানে

< 1 - মিনিট |

পারো থেকে থিম্পু পৌঁছনোর পরে বিখ্যাত তাশিচো জং রাজবাড়িতে মোদিকে স্বাগত জানাবেন রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক ও রানি জেতসুন পেমা

কে আর সি টাইমস ডেস্ক

 ডোকলাম নিয়ে তীব্র উত্তেজনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর শুরু করবেন প্রতিবেশী রাষ্ট্র ভুটানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৭ আগস্ট  আন্তর্জাতিক বিমানবন্দর পারোতে বরণ করা হবে মোদিকে। সেখানেই তাঁকে বরণ করবেন ভুটানের প্রধানমন্ত্রী ড: লোটে শোরিং। পারো থেকে থিম্পু পৌঁছনোর পরে বিখ্যাত তাশিচো জং রাজবাড়িতে মোদিকে স্বাগত জানাবেন রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক ও রানি জেতসুন পেমা। এরপর রাজকীয় ভুটান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। থিম্পু-নয়াদিল্লির মধ্যে কয়েকটি মৌ সাক্ষরিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে পারো-থিম্পু মহাসড়কের সর্বত্র জারি হয়েছে নিরাপত্তার বলয়। আগামী ১৮ আগস্ট সফর শেষে ভারতে ফিরবেন তিনি।

মোদীর সফর উপলক্ষে নিরাপত্তায় মোতায়েন রয়্যাল ভুটান আর্মি ও রয়্যাল পুলিশের বিশেষ দল। অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল পারো। ফলে পর্যটকদের সাময়িক চলাচলে থাকছে কড়াকড়ি। যদিও পূর্ব ঘোষণা অনুসারে,  সবাইকে এই নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছিল। মোদীর সফর ঘিরে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা লাগোয়া বিখ্যাত বাণিজ্যপথ ফুন্টশোলিং ও জয়গায় বাণিজ্য বন্ধ থাকছে। পর্যটকদের যাতাযাতেও থাকছে বিধি নিষেধ। ফুন্টশোলিং ভুটানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর।

চিন ও ভারতের মাঝে থাকা একচিলতে পার্বত্য ভূখণ্ড তথা ড্রাগনভূমি হল ভুটান। তিনটি দেশের সীমান্তে রয়েছে ডোকলাম মালভূমি। এই এলাকায় চিনা সেনার উপস্থিতি নিয়ে বেজিং ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে আলোড়িত হয়েছিল আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞদের ধারণা, ভুটান সফরে গিয়ে প্রতিবেশী চিনকে কিছু বার্তা দেবেন মোদি। সেই দিকেই লক্ষ্য রাখছে প্রতিবেশী চিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news