দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক (পিএসইউ)| ব্যবসা-১৭.৯৫ লক্ষ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তির ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| মিশে যাচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক| পিএনবি, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক মিশে হতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক (পিএসইউ)| ব্যবসা-১৭.৯৫ লক্ষ কোটি টাকা|
সিন্ডিকেট ব্যাঙ্কের সঙ্গে মিশছে কানাড়া ব্যাঙ্ক, উন্নীত হতে চলেছে চতুর্থ দ্বিতীয় ব্যাঙ্ক হিসেবে| ব্যবসা-১৫.২০ লক্ষ কোটি টাকা| এছাড়াও কর্পোরেশন ব্যাঙ্ক এবং অন্ধ্র ব্যাঙ্কের সঙ্গে মিশে যাচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া| উন্নীত হতে চলেছে পঞ্চম বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে| এলাহাবাদ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্ক মিশে হতে চলেছে দেশের সপ্তম বৃহত্তম ব্যাঙ্ক|