৩৭০-এর ধাক্কায় আটকে গেল সমঝোতা

< 1 - মিনিট |

ভারত-পাক সম্পর্কের টানা পোড়েনে বিঘ্নিত বিনোদন সহ রেলপরিষেবা

কে আর সি টাইমস ডেস্ক

 ভারত-পাকিস্তান সম্পর্কের ক্রমশই অবনতি হচ্ছে| সমঝোতা এক্সপ্রেস পরিষেবা সাময়িকের জন্য বাতিল করে দিল পাকিস্তান সরকার| এখানেই শেষ নয়, পাকিস্তানে নিষিদ্ধ করা হল ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন| তবে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে কার্তারপুর সাহিব করিডরে কাজ চলবে| জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদার বিলুপ্তি এবং জম্মু ও কাশ্মীরকে বিভক্ত করা নিয়ে উঠেপড়ে লেগেছে ইমরান খান সরকার| কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার| পাকিস্তান সরকার ইতিমধ্যেই জানিয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কমাবে| দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেবে| পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তিগুলি খতিয়ে দেখবে|

এই আবহের মধ্যেই সমঝোতা এক্সপ্রেস পরিষেবা সাময়িকের জন্য বাতিল করে দিল পাকিস্তান সরকার| এখানেই শেষ নয়, পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন| পাকিস্তানের প্রধানমন্ত্রীর (তথ্য ও সম্প্রচার) বিশেষ অ্যাসিস্ট্যান্ট ড. ফিরদৌস আশিক জানিয়েছেন, ‘পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন|’ তবে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে কার্তারপুর সাহিব করিডরে কাজ চলবে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news