পুজোর আর মাত্র কয়েকদিন তাই হাতে খুবই অল্প সময়ে মৃৎশিল্পীদের |
বাকী আর মাত্র ৩৪ দিন| আর কয়েকদিনের মধ্যেই আলোয় সেজে উঠবে কলকাতা শহর| আর কলকাতা শহর আলোয় মেতে ওঠা মানেই বাঙালি বুঝে যায় পুজো এসে গেছে| ইতিমধ্যেই প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে শহরের রাস্তায়| কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রতিমা গড়ার কাজও |কিন্তু মাঝে মধ্যেই প্রবল বৃষ্টির জেরে চরম নাজেহাল অবস্থা কুমোরটুলির শিল্পীদের|
পুজোর আর মাত্র কয়েকদিন তাই হাতে খুবই অল্প সময়ে মৃৎশিল্পীদের | যার জন্য চোখ কান বুজে মূর্তি গড়তে ব্যস্ত শিল্পীরা | কিন্তু যখন তখন ঝমঝমিয়ে নামছে বৃষ্টি| আগামী মঙ্গলবার গনেশ পুজো | গনেশ ঠাকুর গড়ার কাজ শেষ হলেও রং শুকোতে সময় নিচ্ছে এর ফলে কপালে চিন্তার ভাঁজ শিল্পীদের |গনেশ পুজো কেটে গেলেও কিন্তু দুর্গা প্রতিমা অনেক বড় দায়িত্ব | যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে কিভাবে শেষ হবে প্রতিমা গড়ার কাজ | এই চিন্তায় মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের|
এই প্রসঙ্গে মৃত শিল্পী মালা পালের কথায়, ‘বৃষ্টি পড়লে আমাদের কাজে খুবই সমস্যা হয় । কারন আমাদের কাজটাই তো মাটি আর রোদের খেলা| বেশিরভাগ কাজই বাকি রয়ে গেছে | রোদ উঠলেও যখন তখন নামছে বৃষ্টি|তাই আমরা নানা উপায়ে মূর্তি শোকানোর চেষ্টা করি ৷ কখনো ব্লু ল্যাম্প কখনও আবার গ্যাস ব্যবহার করে প্রতিমা শুকানোর চেষ্টা করছি ৷ বৃষ্টির ফলে প্রতিমা গড়ার কাজ অনেকটাই পিছিয়ে যাচ্ছে|’