অরুণ জেটলির শারীরিক অবস্থার অবনতি, এইমস-এ রাষ্ট্রপতি কোবিন্দ

< 1 - মিনিট |

বিগত ৬ দিন স্থিতিশীলই ছিল জেটলি শারীরিক অবস্থার। শুক্রবার সকালে এইমস কর্তৃপক্ষ জানায়, অরুণ জেটলির শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক

কে আর সি টাইমস ডেস্ক

গুরুতর অসুস্থ অবস্থায় গত ৯ আগস্ট থেকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অরুণ জেটলি | বিগত ৬ দিন স্থিতিশীলই ছিল জেটলি শারীরিক অবস্থার| কিন্তু, উৎকণ্ঠা বাড়িয়ে শুক্রবার এইমস কর্তৃপক্ষ জানায়, অরুণ জেটলির শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক | কবর পেয়ে এদিন সকালেই প্রাক্তন অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এইমস-এ যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে | অরুণ জেটলিকে দেখতে এইমস আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের |

দীর্ঘ দিন ধরেই অসুস্থ অরুণ জেটলি| ডায়াবেটিসের রোগী তিনি | অর্থমন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর । যে কারণে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে | শারীরক অসুস্থতার কারণে এর আগেও বেশ কয়েকবার এইমস-এ ভর্তি হয়েছিলেন জেটলি | সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে | এমনকি এ বছর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজ হননি জেটলি | তাই অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে নির্মলা সীতারমণকে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news