জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির

< 1 - মিনিট |

রাষ্ট্রপতি সই করায় পাকাপাকিভাবে জম্মু-কাশ্মীর ভেঙে তৈরি হল দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- জম্মু-কাশ্মীর ও লাদাখ

কে আর সি টাইমস ডেস্ক

জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি সই করায় পাকাপাকিভাবে জম্মু-কাশ্মীর ভেঙে তৈরি হল দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- জম্মু-কাশ্মীর ও লাদাখ। জম্মু-কাশ্মীরে থাকবে বিধানসভা। তবে লাদাখে থাকবে না। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় পুলিশ-প্রশাসন থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে।

গত সোমবার ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে পৃথক করে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল- জম্মু-কাশ্মীর ও লাদাখ ঘোষণা করে কেন্দ্র সরকার । এরপর সংসদের উভয়কক্ষে পাশ হয়েছে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। যার ফলে জম্মু-কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়া হয় | পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় জম্মু-কাশ্মীর । সেই সঙ্গে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জন্ম হয় লাদাখের | স্বাধীনতার পর থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করে আসছিলেন লাদাখবাসী। বিলটি পাশ হওয়ায় জম্মু-কাশ্মীর ও লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পাবে। জম্মু-কাশ্মীরে অবশ্য দিল্লির মতো থাকবে বিধানসভা। তবে পুলিশের উপরে নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। লাদাখে কোনও বিধানসভা থাকবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news