গুরু পূর্ণিমা : দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, শিক্ষকদের সশ্রদ্ধ প্রণাম মমতার

< 1 - মিনিট |

মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গুরু পূর্ণিমা উপলক্ষ্যে দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা|’

কে আর সি টাইমস ডেস্ক

গুরু পূর্ণিমা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গুরু পূর্ণিমা উপলক্ষ্যে দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা|’ গুরু পূর্ণিমার পুন্য তিথিতে সমস্ত গুরু ও শিক্ষকদের প্রণাম জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| টুইটারে মমতা লিখেছেন, ‘গুরু পূর্ণিমার পুন্যতিথিতে সকল গুরু ও শিক্ষককে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম|’

গুরু পূর্ণিমা হল হিন্দু ও বৌদ্ধ ধর্মের ঐতিহ্য মতে পালিত একটি উৎসব, যাতে ‘গুরু পূজা’ সম্পন্ন করা হয়| হিন্দু পুরাণ মতে, এই দিন ‘মহাভারত’ রচয়িতা মহির্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন মুণি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে| ফলে এই দিনটিকে কখনও কখনও ‘ব্যাস পূর্ণিমা’-ও বলা হয়| হিন্দু ধর্মে আষাঢ়ের পূর্ণিমাকে ‘গুরু পূর্ণিমা’ হিসেবে ধরা হয়| এই দিন গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর দিন| শুধু ভারতে নয়, এই দিনটি নেপালেও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়| হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্মেও এই দিনটির গুরুত্ব অপরিশীম| গুরু পূর্ণিমা উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে ‘ত্রিবেণী সঙ্গম’-এ বিশেষ পূজার্চনা করেন ভক্তরা| মহারাষ্ট্রের নাগপুরের সাই মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news