সদ্য অর্থনীতিতে নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
সদ্য অর্থনীতিতে নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওইদিন তাঁদের মধ্যে আধঘন্টা কথা হবে বলে জানা গিয়েছে৷ নোটবন্দী সহ মোদি সরকারের আর্থিক নীতি নিয়ে সমালোচনা করছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ অভিজিৎ নোবেল পাচ্ছেন খবর জানাজানি হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে মোদির অভিনন্দন দেরি হওয়ায় জন্য বিরোধীরা তাঁকে সমালোচলা করতে ছাড়েননি৷ গত লোকসভা ভোটের আগে জনগণের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা করতে কংগ্রসে ইস্তেহারে স্থান পেয়েছিল ন্যায় প্রকল্প যা তৈরিতে এই নোবেলজয়ী অভিজিতের একটা ভূমিকা ছিল৷ ফলে একদিকে কংগ্রেস সহ বিরোধীরা যেমন অভিজিতকে বর্তমান সরকারে বিরোধী তাদের লোক হিসেবে দাবি করতে থাকে৷ আর গত লোকসভা ভোটে বিজেপি জয়ের মধ্যে দিয়ে বামমনস্ক অভিজিতের ন্যায় প্রকল্প দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা৷ কিন্তু এই পরিস্থিতিতে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে নোবেলজয়ী অভিজিত বিনায়কের বৈঠক হবে কথা জানাজানি হওয়ায় বিষয়টি অন্যমাত্রা পাচ্ছে৷ বিভিন্ন মহল আশা করছে সম্ভবত প্রধানমন্ত্রী এবার বর্তমান পরিস্থিতিতে আর্থিক সংকটা কাটাতে এই অর্থনীতিবিদের পরামর্শ নিতে পারেন৷ কারণ ইতিমধ্যেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসকে পরামর্শ দিতে যেমন ন্যায় প্রকল্প কথা তিনি বলেছিলেন তেমনই আবার বিজেপি সরকার কোনও পরামর্শ চাইলে তিনি তা দেবেন৷ শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি এসে পৌঁছন তিনি। যদিও দিল্লি বিমানবন্দরে তাঁকে ঘিরে কোনও উন্মাদনা ছিল না। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে তাঁর আত্মীয় বা অনুগামী কারও উপস্থিতিও চোখে পড়েনি। জানা গিয়েছে, সোমবার দিল্লিতে তাঁর লেখা ‘গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান রয়েছে৷ তাছাড়া লিভার ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল এর একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন৷