বাজপেয়ীর স্মরণে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

2 - মিনিট |

আজ সকালে বাজপেয়ীর মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা-সহ অন্যান্যরা| মেমোরিয়ালে উপস্থিত ছিলেন বাজপেয়ীর কন্যা নমিতা কল ভট্টাচার্য্য এবং নাতনি নীহারিকাও

কে আর সি টাইমস ডেস্ক

আজ শুক্রবার বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম অটলবিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুদিন। দেখতে দেখতে এক বছর অতিক্রান্ত| ২০১৮ সালের ১৬ আগস্ট দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ী| প্রথম প্রয়াণ-বার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিশিষ্টজনেরা| আজ সকালে বাজপেয়ীর মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা-সহ অন্যান্যরা| মেমোরিয়ালে উপস্থিত ছিলেন বাজপেয়ীর কন্যা নমিতা কল ভট্টাচার্য্য এবং নাতনি নীহারিকাও|

বাজপেয়ী প্রথম অ-কংগ্রেসী সরকারের প্রধানমন্ত্রী যিনি ৫ বছরের সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করেছিলেন। উল্লেখ্য, ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী| পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি, যথাক্রমে ১৯৯৬ সংক্ষিপ্ত সময়ের জন্য (১৩ দিন), এরপর ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন ছিলেন বাজপেয়ী| তাঁর আমলে শুরু হয় সর্বশিক্ষা অভিযান প্রকল্প৷ ৬ থেকে ১৪ বছর বয়সী সব পড়ুয়ারাই বিনামূল্যে এই প্রকল্পের মাধ্যমে পড়ার সুযোগ পেয়ে থাকেন৷ এই প্রকল্প চালুর ফলে দেশে পড়ুয়া ড্রপ আউটের সংখ্যাও অনেকটা কমে গিয়েছে৷ বেড়েছে শিক্ষার হার। ১৯৭৪ সালের পর ১৯৯৮সালে পোখরানে দ্বিতীয়বারের জন্য পরমানু বোমার পরীক্ষা করে ভারত৷ অটলবিহারী বাজপেয়ীর সাহসী সিদ্ধান্ত সেদিন চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। বিদেশমন্ত্রী থাকার সময় থেকেই বাজপেয়ী বলেছিলেন, ‘‘প্রতিবেশীকে বদলানো যায় না৷ তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটাই কর্তব্য৷’’ প্রধানমন্ত্রী হয়েও এই নীতির ওপর আস্থা রেখে তিনি পাকিস্থানের সঙ্গে শান্তিস্থাপণের উদ্যোগ শুরু করেন৷ তাঁর আমলেই শুরু হয় দিল্লি লাহোর বাস যাত্রা৷ তিনি প্রথম বাসে চেপে লাহোর যান।দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১৮ সালের ১৬ আগস্ট দিল্লির এইমস-এ চিকিত্সাধীন অবস্থায় জীবনাবসান হয় ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর|

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর স্মরণে এদিন টুইট করেন। এই প্রসঙ্গে তিনি তোলেন কাশ্মীরের কথা। তিনি লিখেছেন, বন্দুক দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। ইনসানিয়ত, জামহুরিয়ত ও কাশ্মীরিয়ত, এই তনটি নীতি দিয়ে সমস্যার সমাধান হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news