আজ সকালে বাজপেয়ীর মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা-সহ অন্যান্যরা| মেমোরিয়ালে উপস্থিত ছিলেন বাজপেয়ীর কন্যা নমিতা কল ভট্টাচার্য্য এবং নাতনি নীহারিকাও
আজ শুক্রবার বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম অটলবিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুদিন। দেখতে দেখতে এক বছর অতিক্রান্ত| ২০১৮ সালের ১৬ আগস্ট দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ী| প্রথম প্রয়াণ-বার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিশিষ্টজনেরা| আজ সকালে বাজপেয়ীর মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা-সহ অন্যান্যরা| মেমোরিয়ালে উপস্থিত ছিলেন বাজপেয়ীর কন্যা নমিতা কল ভট্টাচার্য্য এবং নাতনি নীহারিকাও|
বাজপেয়ী প্রথম অ-কংগ্রেসী সরকারের প্রধানমন্ত্রী যিনি ৫ বছরের সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করেছিলেন। উল্লেখ্য, ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী| পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি, যথাক্রমে ১৯৯৬ সংক্ষিপ্ত সময়ের জন্য (১৩ দিন), এরপর ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন ছিলেন বাজপেয়ী| তাঁর আমলে শুরু হয় সর্বশিক্ষা অভিযান প্রকল্প৷ ৬ থেকে ১৪ বছর বয়সী সব পড়ুয়ারাই বিনামূল্যে এই প্রকল্পের মাধ্যমে পড়ার সুযোগ পেয়ে থাকেন৷ এই প্রকল্প চালুর ফলে দেশে পড়ুয়া ড্রপ আউটের সংখ্যাও অনেকটা কমে গিয়েছে৷ বেড়েছে শিক্ষার হার। ১৯৭৪ সালের পর ১৯৯৮সালে পোখরানে দ্বিতীয়বারের জন্য পরমানু বোমার পরীক্ষা করে ভারত৷ অটলবিহারী বাজপেয়ীর সাহসী সিদ্ধান্ত সেদিন চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। বিদেশমন্ত্রী থাকার সময় থেকেই বাজপেয়ী বলেছিলেন, ‘‘প্রতিবেশীকে বদলানো যায় না৷ তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটাই কর্তব্য৷’’ প্রধানমন্ত্রী হয়েও এই নীতির ওপর আস্থা রেখে তিনি পাকিস্থানের সঙ্গে শান্তিস্থাপণের উদ্যোগ শুরু করেন৷ তাঁর আমলেই শুরু হয় দিল্লি লাহোর বাস যাত্রা৷ তিনি প্রথম বাসে চেপে লাহোর যান।দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১৮ সালের ১৬ আগস্ট দিল্লির এইমস-এ চিকিত্সাধীন অবস্থায় জীবনাবসান হয় ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর|
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর স্মরণে এদিন টুইট করেন। এই প্রসঙ্গে তিনি তোলেন কাশ্মীরের কথা। তিনি লিখেছেন, বন্দুক দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। ইনসানিয়ত, জামহুরিয়ত ও কাশ্মীরিয়ত, এই তনটি নীতি দিয়ে সমস্যার সমাধান হয়।