৩৭০ ধারা বিলোপের জম্মু ও কাশ্মীরে আন্তত ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

< 1 - মিনিট |

জম্মু–কাশ্মীর নিয়ে রিলায়েন্সের তরফে নিশ্চিতভাবে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হবে। আমরা আমাদের তরফ থেকে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব

কে আর সি টাইমস ডেস্ক

রোজগারের একাধিক পথ খুলতে চলেছে জম্মু ও কাশ্মীর | ৩৭০ ধারা বিলোপ করার পর বিভিন্ন ক্ষেত্র থেকে বিনিয়োগের প্রস্তাব আসছে বলে খবর | জানা গেছে তথ্য প্রযুক্তি, পরিকাঠামো, বিদ্যুৎ, উৎপাদন, হোটেল, প্রতিরক্ষা, পর্যটন ও শিক্ষা ক্ষেত্রে আন্তত ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে ।

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, এবার উপত্যকায় বিনিয়োগের দরজা খুলে যাবে। সেই সুরেই রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি কাশ্মীরে বিনিয়োগের জন্য বিশেষ দল তৈরি করে দেন। এরপর কিছুদিন কাটতে না কাটতেই ভূস্বর্গে উড়ে এল একগুচ্ছ বিনিয়োগ প্রস্তাব। জানা গেছে রাজ্যে বিনিয়োগ করাতে ইচ্ছুক বহু কোম্পানি । কেন্দ্র সরকার সূত্রে খবর, গত ১ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেছে ৪৪ কোম্পানি। এর মধ্যে ৩৩টি কোম্পানির প্রস্তাব গ্রহণ করেছে সরকার। বিনিয়োগের প্রস্তাব এসেছে তথ্য প্রযুক্তি, পরিকাঠামো, বিদ্যুৎ, উৎপাদন, হোটেল, প্রতিরক্ষা, পর্যটন ও শিক্ষা ক্ষেত্রে। সবমিলিয়ে বিনিয়োগের পরিমান ১৫,০০০ কোটি টাকা। বিনিয়োগের পরিমান ১ লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।


এদিকে, রাজ্যে বিনিয়োগ টানার জন্য একটি শিল্প সম্মেলন করার পরিকল্পনা করেছে সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরেই ওই সম্মেলন হতে পারে। এনিয়ে তত্পরতা এখন তুঙ্গে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের দ্বৈত সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়ে মুকেশ আম্বানি বলেছিলেন, ‌সরকারের এই সিদ্ধান্তে আমরা খুশি। লাদাখ ও জম্মু–কাশ্মীরের সাধারণ মানুষের প্রয়োজনের প্রতি আমাদের নিশ্চিত খেয়াল রয়েছে। আগামী দিনে জম্মু–কাশ্মীর নিয়ে রিলায়েন্সের তরফে নিশ্চিতভাবে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হবে। আমরা আমাদের তরফ থেকে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর দুর্গে পরিণত হয়েছিল। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। খুলছে স্কুল কলেজ, দোকান পাট। এখন বিনিয়োগের হাত ধরে ভূস্বর্গের জীবন ঘুরে দাঁড়ায় কিনা সেটাই দেখার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news