সিএএ-বিরোধিতায় বিক্ষোভ: উত্তর প্রদেশে হিংসায় মৃত্যু বেড়ে ১১ জন

< 1 - মিনিট |

শনিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেরঠ জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। বারাণসীতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি বালকের।

কে আর সি টাইমস ডেস্ক

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে প্রতিবাদে শুক্রবার দিনভর তাণ্ডব চলে উত্তর প্রদেশের অন্ততপক্ষে ২০ জেলায়। ইটবৃষ্টি, পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস। উত্তর প্রদেশের জেলায় জেলায় এই ছবিই ধরা পড়ে শুক্রবার। এদিন বিক্ষোভ ও হিসার ঘটনায় উত্তর প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১১। মৃত ১১ জনের মধ্যে ৮ বছর বয়সি একটি বালকও রয়েছে। বিক্ষোভ-হিংসার ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৬ জন। শনিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেরঠ জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। বারাণসীতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি বালকের। 

অশান্তির পারদ চড়ছিল গত কয়েকদিন ধরেই, কিন্তু শুক্রবার আচমকাই সিএএ-র প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর প্রদেশের সম্ভল, ফিরোজাবাদ, মেরঠ, গোরক্ষপুর, বারাণসী-সহ বিভিন্ন জেলা। জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ, কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। উত্তর প্রদেশ পুলিশের দাবি, একটিও গুলি চালানো হয়নি। পুলিশ সূত্রের খবর, বারাণসীতে শুক্রবার ঢিল ছোড়া শুরু হলে লাঠি চালায় পুলিশ। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। আহত হয়েছিলেন ৮ জন। তাঁদের মধ্যে ৮ বছর বয়সি একটি বালকের মৃত্যু হয়েছে। বাকি ৭ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেরঠ জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news