প্রধানমন্ত্রীর রূপোর মূর্তি গড়ে তাঁক লাগিয়ে দিল রাজস্থানের কারিগররা

< 1 - মিনিট |

মূর্তিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিক্কা টিপ্পনি হলেও এই মূর্তিটিকে লোক খুবই পছন্দ করেছে

কে আর সি টাইমস ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রূপোর মূর্তির ছবি সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ভাইরাল হচ্ছে। রাজস্থানের কারিগররা প্রধানমন্ত্রীর রূপোর মূর্তি তৈরি করেছে। এই মূর্তির দাম ১ লাখ ৮৫ হাজার টাকা বলে জানা গিয়েছে।

মূর্তিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিক্কা টিপ্পনি হলেও এই মূর্তিটিকে লোক খুবই পছন্দ করেছে। সঞ্জয় কুমার নামে এক যুবক লিখেছেন গুজরাটের সুরাটে এক রূপোর কারিগড় প্রধানমন্ত্রীর রূপোর মূর্তি বানিয়েছিল। সেই কারিগড়ের নাম কুশল দাস। সোশ্যাল মিডিয়ায় অপর এক ব্যক্তি দাবি করেছেন, বিষয়টি কোনও বড় ব্যাপার নয়। সামাজিক আর রাজনৈতিক জীবনে সফল রাজনীতিবিদদের সোনা ও রূপোর মূর্তি তাদের অনুরাগীরা তৈরি করেই থাকে। দক্ষিণ ভারতে বহু রাজনীতিবিদের নামে মন্দিরও রয়েছে। এমনকি স্তবগান তৈরি করা হয়ে থাকে।


উল্লেখ করা যেতে পারে দেশের ভেতর এবং বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তুঙ্গে। ২০১৪ সালের তুলনায় ২০১৯ লোকসভা নির্বাচনে বিপুল জয়লাভ নরেন্দ্র মোদীর নেতৃত্বে করে বিজেপি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news