রাজীব কুমারকে হত্যা করা হতে পারে, আশঙ্কা প্রদেশ কংগ্রেস সভাপতির

< 1 - মিনিট |

২০১৩ সালের এপ্রিল মাসে সারদা চিট ফান্ডের কর্ণধার সুদীপ্ত সেনকে রাজীব কুমারের টিম গ্রেফতার করে জম্বু -কাশ্মীর থেকে

কে আর সি টাইমস ডেস্ক

লুকোচুরি খেলা চলছে কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার ও সিবিআই এর মধ্যে। এই আবহেই প্রাক্তন নগরপাল হত্যা হয়ে যেতে পারেন বলার আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শনিবার সকালে এক প্রেস বিবৃতি দিয়ে সেই আশঙ্কার কথাই জানান তিনি। বিবৃতিতে তিনি জানিয়েছেন, প্রাক্তন নগরপাল রাজীব কুমার সিবিআইয়ের হাতে ধরা পড়লে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসতে পারে।

এছাড়াও সামনে চলে আসবে তৃণমূল কংগ্রেসের রাঘব বোয়ালদের নাম, তাই রাজীব কুমারকে যেকোনও সময়ই হত্যা করা হতে পারে। সোমেনবাবু আশঙ্কা প্রকাশ করে বলেন, “২০১৩ সালে সারদা কেলেঙ্কারী প্রকাশ্যে আসলে তদানীন্তন বিধান নগরের পুলিশ কমিশনার রাজীব কুমারকে বিশেষ তদন্তকারী দলের প্রধান করা হয়। ২০১৩ সালের এপ্রিল মাসে সারদা চিট ফান্ডের কর্ণধার সুদীপ্ত সেনকে রাজীব কুমারের টিম গ্রেফতার করে জম্বু -কাশ্মীর থেকে।

তারপর ২০১৪ সালে মহামান্য সুপ্রিম কোর্ট চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত সিবিআইকে করার নির্দেশ দেন। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে রাজীব কুমারকে সারদা চিটফান্ডের সব নথি সিবিআইকে তুলে দিতে হয়। তখনই তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার অভিযোগ ওঠে। সারদাকাণ্ডে রাজ্য সরকারের অনেক প্রভাবশালী নেতারা জেলও খেটেছে। তাই আমরা নিশ্চিত রাজীব কুমার সি বি আই হেপাজতে গেলে তৃনমুল কংগ্রেসের মাথাদের নাম সামনে চলে আসবে।

স্বয়ং মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচানোর জন্য মেট্রো চ্যানেলে ধর্নাতে বসেছিলেন। তাই আমরা রাজীব কুমারকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছি।” উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে রাজীব কুমারের রক্ষাকবচ উঠে যাওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও, গ্রেফতার তো দূর, কোথায় রাজীব কুমার রয়েছেন সিবিআই এখনও পর্যন্ত তার সন্ধান পায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news