ইদের দিনেই পালিত হলো রাখী বন্ধন উৎসব

< 1 - মিনিট |

ইদুজ্জোহা দিনে রাখি বন্ধন সম্প্রীতির মেল বন্ধনে মানসিক, দৃষ্টিহীন ও রূপান্তরকামীরা

কে আর সি টাইমস ডেস্ক

আজ ইদুজ্জোহা । মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব । এই খুশির দিনে রাখী বন্ধন করে, সাম্প্রতিক মেল বন্ধন ঘটাল শ্যামবাজারের শ্যামপার্কে। এদিনের উৎসবে উপস্থিত ছিলেন মানসিক ও দৃষ্টি হীন ছাত্র-ছাত্রী ও রূপান্তরকামীরা নারীরা ।
এদিন দুপুরে শ্যামবাজারের শ্যামপার্কে, একত্রিত হয়ে মানসিক ও দৃষ্টিহীন ছাত্র ছাত্রীদের রাখী পরান রূপান্তরকামী মহিলারা । এদিন নিজেদের হাতে তৈরি রাখি করে আনেন তারা । সেই রাখি পরানো হয় এই বিশেষ ছাত্রীদের ।
এদিন এই অনুষ্ঠান সম্পন্ন হয় সংবেদন স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে । এদিন রাখি পর্ব সমাপ্তের পর, তাদের সংগৃহীত অর্থ তারা তুলে দেন অসমের মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে । তবে শুধুমাত্র বিশেষ ছাত্র ছাত্রীদের সঙ্গেই নয় রূপান্তরকামী নারী দের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে হয় রাখী বন্ধন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news