গুরমিত রাম রহিমের দত্তক কন্যা হিসেবে পরিচয় দিতেন তিনি। গুরমিত রাম রহিম আদালতে জোড়া ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত হওয়ার দিন অর্থাৎ ২৫ আগস্ট ২০১৭ সালে চূড়ান্ত উত্তেজনা ছড়ায় গোটা পাঁচকুলা এবং সিরসা জুড়ে। অভিযোগ এই হিংসার মূলচক্রী ছিলেন হানিপ্রীত
গুরমিত রাম রহিম সিংহের সহযোগী হানিপ্রীতের জামিনের আর্জি বুধবার খারিজ করল পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট।
ডেরা সাচ্চা সৌধার প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের সহযোগী হানিপ্রীত ওরফে প্রিয়াঙ্কা তানেজা হরিয়ানায় পাঁচকুলার হিংসার প্রধানচক্রী ছিলেন। এদিন তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। উল্লেখ করা যেতে পারে জন মানসে নিজেকে গুরমিত রাম রহিমের দত্তক কন্যা হিসেবে পরিচয় দিতেন তিনি। গুরমিত রাম রহিম আদালতে জোড়া ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত হওয়ার দিন অর্থাৎ ২৫ আগস্ট ২০১৭ সালে চূড়ান্ত উত্তেজনা ছড়ায় গোটা পাঁচকুলা এবং সিরসা জুড়ে। অভিযোগ এই হিংসার মূলচক্রী ছিলেন হানিপ্রীত। ৩ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে আম্বালা জেলে বন্দি তিনি। ওই হিংসার ঘটনায় ৪১ জন প্রাণ হারায়।