কেজরিওয়ালের বিরুদ্ধে রমেশ, প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

< 1 - মিনিট |

দিল্লি বিধানসভা আসনে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের রমেশ সভরওয়ালকে

কে আর সি টাইমস ডেস্ক

দিল্লি বিধানসভা নির্বাচনের খুব বেশি দিন আর বাকি নেই। আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, তার আগে আরও এক-দফা প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেসে। সোমবার রাতে প্রকাশিত প্রার্থী তালিকায় মোট ৭ জন প্রার্থীর নাম রয়েছে। নিউ দিল্লি বিধানসভা আসনে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের রমেশ সভরওয়ালকে।
বাকি ৬ জন কংগ্রেস প্রার্থী হলেন-তিলক নগর বিধানসভা আসনের প্রার্থী এস রমিন্দর সিং বামরাহ, রাজেন্দর নগর বিধানসভা আসনের প্রার্থী রকি তুসীদ, বদরপুর বিধানসভা আসনে প্রার্থী প্রমোদ কুমার যাদব, কোন্ডলি-এসসি বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে অমরীশ গৌতমকে, ঘোন্ডা আসনে ভিশম শর্মা এবং কারাওয়াল নগর আসনের প্রার্থী হলেন অরবিন্দ সিং। প্রসঙ্গত, প্রাক্তন কংগ্রেস বিধায়ক অমরীশ গৌতম এবং ভিশম শর্মা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিলেন দিল্লি বিধানসভা নির্বাচনে তাঁদেরকেও টিকিট দিয়েছে কংগ্রেস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news