নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের অধীনে থাকা তিন একর পর্যন্ত জায়গায় উদ্বাস্তুরা থাকলে তাঁদের এবার অধিকার সত্ত্ব দেবে রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘এত বছর ধরে উদ্বাস্তু শরণার্থীরা বাংলায় আছেন। বলা যেতে পারে ৪৮-৫০ বছর। কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, ভোট দেন তাঁরা কিন্তু তাঁদের অধিকার দেওয়ার কথা কেউ ভাবেনি | এবার আমরা সেটা দেব। আমরা আগেও কেন্দ্রকে বলেছি। লাভের লাভ কিছুই হয়নি। উল্টে মাঝে মাঝেই উদ্বাস্তুদের উচ্ছেদের নোটিস পাঠানো হয়। ১২ বছর এক জায়গায় থাকলেই অধিকার জন্মায়। এই মানুষগুলোতো ১৯৭১ সাল থেকে আছেন। তাই উদ্বাস্তুদের বাংলায় থাকার ব্যবস্থা দিতে হবে। উদ্বাস্তুদের বাংলায় থাকার অধিকার সত্ত্ব দিতে হবে। সেটা এবার আমরাই দেবো’।