অসমে সড়ক দুর্ঘটনা অব্যাহত, লামডিঙে হতাহত আরও দুই

< 1 - মিনিট |

লামডিঙের ২৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন হোজাই জেলার যোগিজান এলাকার সাঁওতালবস্তির বাসিন্দা জনৈক সমীর বিশ্বাস।

কে আর সি টাইমস ডেস্ক

এ-যেন সড়ক দুর্ঘটনার প্রতিযোগিতা। এবার মধ্য অসমের লামডিং থেকে এক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জনৈক বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর এক যুবক। তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। চিকিৎসা চলছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, লামডিঙের ২৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন হোজাই জেলার যোগিজান এলাকার সাঁওতালবস্তির বাসিন্দা জনৈক সমীর বিশ্বাস। তিনি তাঁর বন্ধু হোজাইয়ের হেমেন ছেত্রীকে সঙ্গে নিয়ে তাঁর বাইকে চড়ে বাড়ি যাচ্ছিলেন। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে দুর্ঘটনা সংঘটিত হয়। 

প্রসঙ্গত, সোমবার ভোর প্রায় তিনটে নাগাদ উজান অসমের ডিগবয় এলাকার পাওইয়ে ভয়ংকর যান দুৰ্ঘটনায় ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলা-সহ চারজনের। আহত হয়েছেন আটজন। আহতদের সংকটজনক অবস্থায় ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। হতাহত সকলেই বরযাত্রী ছিলেন। বিবাহক্রিয়া সম্পন্ন করে জাগুনের বাড়ি ফিরছিলেন তাঁরা। ঘটনাস্থলে নিহতদের জাগুনের উৰ্মিলা দেবী শৰ্মা, জলেশ্বর গিরি ও জয়রাম শাহ এবং টাটা ম্যাজিক যাত্রীবাহী ভ্যানের চালক মাৰ্ঘেরিটার বিশু দাস বলে শনাক্ত করা হয়েছে। অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দিতে যাত্রীবাহী টাটা সুমো উল্টে শিশু ও বালক-সহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনাও সোমবার দুপুরে হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা এলাকার অসম-মিজোরাম সীমান্তবর্তী প্রত্যন্ত ভাইছড়ার জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই নিহত তিনজনকে হাবিব আলি, সাবুল হুসেন এবং লালদবি মিজো বলে শনাক্ত করা হয়েছে। তাছাড়া একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তাদের হাইলাকান্দিতে সন্তোষকুমার রায় সিভিল হাসপাতালে এনে ভরতি করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news