হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। ভোটগ্রহণ পর্ব কার্যত উৎসবের চেহারা নিয়েছে
হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। ভোটগ্রহণ পর্ব কার্যত উৎসবের চেহারা নিয়েছে। সোমবার ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন কুস্তিগীর ববিতা ফোগট, গীতা ফোগট। বর্ষীয়ান এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল নিজের স্ত্রীয়ের সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে এসে ভোট দিয়ে যান। মুম্বইতে ভোট দেন বিজেপি নেতা রবি কিষাণ এবং বলিউড অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী। বর্ষীয়ান কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডেও ভোট দেন।
এদিন হরিয়ানার চারকি দাদরি বিধানসভা কেন্দ্রের অন্তগর্ত বালালি গ্রামের এক বুথে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দেন ববিতা ফোগট এবং গীতা ফোগট। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন ববিতা। তাঁর বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস নেতা নৃপেন্দ্র সিং সাংওয়ান এবং জেজেপি প্রার্থী সতপাল সাংওয়ান। মহারাষ্ট্রে গোন্ডিয়া বিধানসভা কেন্দ্রের অন্তগর্ত এক বুথে স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে ভোট দেন বর্ষীয়ান এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল। মুম্বইয়ের গোরেগাঁওতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিজেপি সাংসদ তথা ভোজপুরী অভিনেতা রবি কিষাণ। আন্ধেরি পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তগর্ত একটি বুথে গিয়ে ভোট দেন পদ্মিনী কোলহাপুরী। মহারাষ্ট্রের লাতুরে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ভোট দিতে আসে বিপুল সংখ্যক মানুষ। সকাল ৯টা পর্যন্ত মুম্বই শহরে ভোট পড়েছে পাঁচ শতাংশ। মহারাষ্ট্রের সোলাপুরে সস্ত্রীক ভোট দেন সুশীলকুমার শিন্ডে।