সিদ্ধেশ্বর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখস্থ মাঠ থেকে পথ সঞ্চালন শুরু হয় এবং বারুণী মেলা ময়দানে গিয়ে পথ সঞ্চলনের সমাপন হয়।
নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চলন অনুষ্ঠিত হয়েছে কাছাড় জেলার কাটিগড়ায়। বৃহস্পতিবার দুপুর দু’টায় সিদ্ধেশ্বর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখস্থ ময়দান থেকে এই পথ সঞ্চালন শুরু হয়। সেখান থেকে কাটিগড়ার ৬ নম্বর জাতীয় সড়ক হয়ে পেট্রলপাম্প পর্যন্ত, এর পর সেখান থেকে সিদ্ধিপুর আখড়া হয়ে বারুণী মেলা ময়দানে গিয়ে পথ সঞ্চলনের সমাপন হয়।
পথ সঞ্চলনে অন্য স্বয়ংসেবকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন পশ্চিম অসম প্রান্ত প্রচারক সঞ্জয় কুমার দেব, বড়খলা খণ্ড সংঘচালক রঞ্জনরশ্মি গোস্বামী, পশ্চিম কাছাড় জেলা কার্যবাহ অভিজিৎ দাস, পশ্চিম কাছাড় জেলা সম্পর্ক প্রমুখ মহিতোষ চন্দ প্রমুখ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে সঞ্জয় কুমার দেব নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রাসঙ্গিক তথ্য তুলে ধরেন। পরে সংবাদ মাধ্যমে অভিজিৎ দাস বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতের নির্দেশ অনুযায়ী বছরে একবার বিভিন্ন জায়গায় এ ধরনের পথ সঞ্চালন হয়ে থাকে। এবার পশ্চিম কাছাড় জেলার কাটিগড়ায় নেতাজির শুভ জন্মদিনে এই পথ সঞ্চলনের আয়োজন করা হয়। তিনি বলেন, আজকের এই সঞ্চলনে গুমড়া খণ্ড, কাটিগড়া খণ্ড, বড়খলা খণ্ড, কালাইন খণ্ড এবং কালাইন নগরের ২১২ জন স্বয়ংসেবক অংশ নিয়েছেন। এক আদেশে সংস্কারাপন্ন হয়ে চলার উদ্যেশ্যে এই সঞ্চালন, বলেন জেলা কার্যবাহ অভিজিৎ দাস।