কলকাতার আকাশে উড়ছে টাকা। আর তা কুড়োতে ভিড় আম জনতার।
কলকাতার আকাশে উড়ছে টাকা। আর তা কুড়োতে ভিড় আম জনতার। কলকাতার ২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের এম কে পয়েন্ট বিল্ডিংয়ের ৭ তলা থেকে এদিন দুপুরে পড়তে লাগল বান্ডিল বান্ডিল টাকা। ২০০০,৫০০ ও ১০০ টাকার বান্ডিল পড়তে শুরু করে ওপর থেকে। প্রথমে হতচকিত হয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায় ওই বহুতলের নীচে। অনেকেই পকেটে ঢুকিয়ে নেন সেই টাকা। পথচলতি মানুষ অবশ্য টাকা পকেটে পুড়েই বাড়িমুখো হয়েছেন। প্রকাশ্যে অবশ্য কেউ মুখ খুলতে চাননি ।
প্রাথমিক ভাবে জানা গেছে, ওই অফিসে অনেকগুলো বেসরকারি সংস্থার অফিস রয়েছে। তারই একটিতে এদিন দুপুরে হানা দেয় আয়কর দফতর। এরপরই ওই বহুতলের সাত তলা থেকে টাকা পড়তে শুরু করে। যেখান থেকে ওই টাকার বান্ডিল পড়েছে সেটি একটি কমার্সিয়াল অফিস৷ প্রথমটায় টাকা পড়তে দেখে হতচকিত হয়ে গেলেও, পরে তা কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়। টাকা ফেলতে গিয়ে কিছু নোট আবার কার্নিশে পড়ে গিয়েছিল। দেখা গেছে, জানলা দিয়ে ওয়াইপার গলিয়ে কেউ আবার খুঁচিয়ে খুঁচিয়ে সেই টাকা আবার কার্নিশ থেকে নীচে ফেলছে । সূত্রের খবর, আয়কর অফিসারদের চোখে ফাঁকি দিতেই ছ’তলার ওই অফিসের টয়লেট থেকে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ফেলা হয় টাকার বান্ডিল গুলো। এভাবে টাকা উড়তে দেখে পথচলতি মানুষজন দাঁড়িয়ে যান । শুধু দাঁড়িয়ে যাওয়া নয়, রীতিমত আকাশ থেকে ঝড়ে পড়া টাকা কুড়াতে হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও এই বিষয়ে কেউ কিছু জানাতে চাইছেন না। কোন আতঙ্কে কেউ মুখ খুলতে চাইছেন না তা নিয়ে উঠছে প্রশ্ন । দুপুর আড়াইটের সময় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে । আয়কর দফতরের অফিসারদের হাত থেকে রক্ষা পেতেই ওই টাকা নিচে ফেলা হয়েছে ৷ জানা গেছে ,৩ লক্ষ ৭৪ হাজার টাকা ফেলা হয়েছে ৷ অভিযোগ হল, এই এলাকায় চার্টার্ড ফার্মের আড়ালে ভুয়ো ব্যবসা চলে বহু জায়গায়। নোটবন্দির সময়েও দেখা গিয়েছিল কত অফিস থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে। ফের এদিন দেখা গেল। আর যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে আয়কর ভবনের দূরত্ব ২০০ মিটারও নয়। ইতিমধ্যে কলকাতা পুলিশের অফিসাররা ওই বহতলে পৌঁছেছেন৷ ঘটনার তদন্ত শুরু করেছেন তারা ৷