ম্যানগ্রোভ দিবসে সংরক্ষণের বার্তা মুখ্যমন্ত্রীর

< 1 - মিনিট |

‘আজ আন্তর্জাতিক ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণ দিবস। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে আমাদের এই বাংলায়। আসুন, সকলে মিলে ম্যানগ্রোভ সংরক্ষণে ব্রতী হই।’

কে আর সি টাইমস ডেস্ক

জুলাই মাসের ২৬ তারিখ শুধু কার্গিল বিজয় দিবস নামেই নয়, আন্তর্জাতিক ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণ দিবস হিসেবেও বহুল পরিচিত রয়েছে এই দিনটির ।এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে বাংলায়। এই প্রসঙ্গে তিনি টুইটও করেন। তাতে তিনি লিখেছেন, ‘আজ আন্তর্জাতিক ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণ দিবস। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে আমাদের এই বাংলায়। আসুন, সকলে মিলে ম্যানগ্রোভ সংরক্ষণে ব্রতী হই।’

ম্যানগ্রোভ সংরক্ষণে সকলকে ব্রতী হওয়ার জন্য মুখ্যমন্ত্রী সরব হলেও, বাস্তবে ফুটে উঠেছে তার ভিন্ন প্রতিকৃতি। নদী চরের ম্যানগ্রোভ জঙ্গল কেটে তৈরি হচ্ছে বেআইনি মাছেরভেড়ি। চোরাগোপ্তা ম্যানগ্রোভ কেটে ফেলায় প্রতি মুহূর্তে বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সুন্দরবন। এক দিকে যেমন নদী বাঁধের ক্ষতি হচ্ছে, তেমনই বিপন্ন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ভরতগড় পঞ্চায়েতের আনন্দবাদ মৌজার মাতলা নদীর চরের কয়েকশো বিঘা ম্যানগ্রোভ জঙ্গল কেটে বেআইনি মেছোভেড়ি হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয় অনেক লোকজন জ্বালানি কাঠের জন্য ম্যানগ্রোভ ধ্বংস করছেন। এছাড়াও ম্যানগ্রোভ গাছ কেটে চলছে বেআইনি কাঠের ব্যবসা । এ সব বিষয়ে প্রশাসনের নজর নেই বলে অভিযোগ সাধারণ মানুষের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news