ক্রমশ ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটির সূচক

< 1 - মিনিট |

সরকার গত সপ্তাহের ঘোষণা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির রিক্যাপিটালাইজেশনের জন্য ৭০ হাজার কোটি টাকা দেওয়া হয় । তারপর থেকেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারের দর ক্রমশ উর্দ্ধমুখী

কে আর সি টাইমস ডেস্ক

সোমবার বাজার খোলার পর থেকেই ক্রমশ সেনসেক্স ও নিফটির সূচক মাত্রা। সেনসেক্স এদিন বেড়ে দাঁড়িয়েছে ৮০০ পয়েন্টে। নিফটি পেরিয়েছে ১১,০৫০ পয়েন্টের মাত্রা।

আইডিবিআই ক্যাপিটালের কর্তা এ কে প্রভাকর বলেন, সরকার কয়েকটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই  উর্ধ্বমুখী। এরপর সেনসেক্স ও নিফটি সূচক উঠতেই থাকবে।এইভাবে চলতে থাকলে ডিসেম্বরের শেষে সেনসেক্স ও নিফটি নতুন রেকর্ড স্পর্শ করবে। সরকার গত সপ্তাহে ঘোষণা করেছিল, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির রিক্যাপিটালাইজেশনের জন্য ৭০ হাজার কোটি টাকা দেওয়া হবে। তারপরে এদিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারের দর বেড়েছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক এবং জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে পাঁচ থেকে সাড়ে নয় শতাংশ পর্যন্ত। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক এবং নিফটি মিডিয়ার শেয়ারের দাম বেড়েছে ২.৯ থেকে ৩.৪ শতাংশ পর্যন্ত। অন্যদিকে নিফটি মেটালের শেয়ারের দাম পড়েছে ১.৬ শতাংশ। চিন ও আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধের জন্যই তার দাম কমেছে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ার কেনার জন্যও ক্রেতারা উৎসাহ দেখিয়েছেন। নিফটি মিডক্যাপ হান্ড্রেড ইনডেক্স সূচক বেড়েছে ১.৪ শতাংশ। নিফটি স্মলক্যাপ হান্ড্রেড ইনডেক্স শেয়ারের দাম দুই শতাংশ বেড়েছে। নিফটির শেয়ারগুলির মধ্যে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে তার দাম হয়েছে ৬২.৭০ টাকা। ইয়েস ইন্ডিয়া বুলস হাউজিং ফিনান্স, আদানি পোর্টস, এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, বাজাজ ফিন্যান্স, লার্সেন অ্যান্ড টুব্রো, আলট্রাটেক সিমেন্ট এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দামও ৩ থেকে ৩.৬ শতাংশ বেড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news