সভানেত্রী হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু। সেই প্রস্তাবে সমর্থন দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য।
এই নিয়ে নবমবার। ফের আওয়ামি লিগের সভানেত্রী নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার অনুষ্ঠিত কাউন্সিলে সভানেত্রী হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু। সেই প্রস্তাবে সমর্থন দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ হাসিনাকে আওয়ালি লিগের সভানেত্রী ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া দলটির প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত সভাপতি হয়েছেন ৭ জন।
সর্বোচ্চ মেয়াদে দায়িত্ব পালন করেছেন মুজিবুর কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবমবারের জন্য আওয়ামি লিগের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে শেখ মুজিবুর রহমান ও প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন। টানা দ্বিতীয়বারের জন্য আওয়ামি লিগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। আওয়ামি লীগের সাধারণ সম্পাদক পদের জন্য বহু নাম আলোচনায় ছিল। কিন্তু, শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামি লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ওবায়দুল কাদের।