এই উদ্যোগের উদ্দেশ্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরির জন্য স্বাস্থ্যসেবা সংস্থাগুলির প্রচেষ্টাকে প্রশংসিত করা এবং স্বীকৃতি দেওয়া। উদ্যোগটি পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং সংক্রমণ নিয়ন্ত্রণকে উৎসাহ দেয়
কায়াকল্প-এর প্রথম পুরস্কার লাভ করেছে শিলচরের সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল। গুয়াহাটির শংকরদেব কলাক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, যুগ্ম স্বাস্থ্যসঞ্চালক ড. সুদীপজ্যোতি দাসের হাতে এই পুরস্কার তুলে দেন। সে সময় ছিলেন শিলচরের সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড. আশুতোষ বর্মন ও ডিপিএম রাহুল ঘোষ।
পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার ও দেশের স্বাস্থ্যসেবা সুবিধাগুলির মান বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক দ্বারা প্রচলিত কায়াকল্প একটি জাতীয় উদ্যোগ। এই উদ্যোগের উদ্দেশ্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরির জন্য স্বাস্থ্যসেবা সংস্থাগুলির প্রচেষ্টাকে প্রশংসিত করা এবং স্বীকৃতি দেওয়া। উদ্যোগটি পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং সংক্রমণ নিয়ন্ত্রণকে উৎসাহ দেয়।
পুরস্কারের অর্থ ৫০ লক্ষ টাকা সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে যা হাসপাতালের বিভিন্ন উন্নয়নকাজে ব্যবহৃত হবে। এছাড়া অন্যান্য বিভিন্ন কাজের জন্য হরিনগর বিপিএইচসি, কাটিগড়া মডেল হাসপাতাল, কালাইন এফআরইউ, বড়জালেঙ্গা এমপিএইচসি, নরসিংপুর এমপিএইচসি, জয়পুর এসএইচসি, ধলাই বিপিএইচসি, বড়খলা বিপিএইচসি-সহ বিভিন্ন বিভাগও পুরস্কৃত হয়েছে।
এ উপলক্ষ্যে কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি জেলার স্বাস্থ্যদল ও হাসপাতাল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। এই পুরস্কার পাওয়ার জন্য হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বিষয়ে জনগণের প্রত্যাশা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। রোগীদের নিরাপত্তা এবং হাসপাতালের যত্নের জন্য প্রতিটি কর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান জেলাশাসক মাদ্দুরি।