জেলাশাসক মাদ্দুরি জানান, যাতে প্রকাশ্য স্থানে পশুর কুরবানি করা না হয়। এছাড়া পুলিশ প্রশাসনকে জেলার সব থানাস্তরে শান্তি শৃঙ্খলা রক্ষায় সভার আয়োজন করতেও পরামর্শ দেন জেলাশাসক
কাছাড় জেলায় আগামী ১২ আগস্ট ইদ-উদ-জোহা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে শুক্রবার শিলচরে কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরির পৌরোহিত্যে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়েছে, অন্যান্য বছরের মতো এ-বারও উৎসবের দিন যাবতীয় অত্যাবশ্যক পরিষেবা যেমন পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা ইত্যাদি অব্যাহত রাখা-সহ ট্রাফিক ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইত্যাদি যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা বজায় থাকবে।
সভায় জেলাশাসক মাদ্দুরি জানান, যাতে প্রকাশ্য এবং সর্বজনীন স্থানে পশুর কুরবানি করা না হয়। এজন্য পুলিশ প্রশাসনকে জেলার সব থানাস্তরে শান্তি শৃঙ্খলা রক্ষায় সভার আয়োজন করতে পরামর্শ দেন জেলাশাসক। সভায় জেলাশাসক মাদ্দুরি সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং আসন্ন উৎসবের দিন লাউড স্পিকার ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন হতে আহ্বান জানান। সভায় দ্বিচক্রযান আরোহীদের হেলমেট ব্যবহার সম্পর্কেও আলোচনা করা হয় এবং এ সম্পর্কে পুলিশ প্রশাসনকে যথাযথ কাজ করে যাওয়ার আহ্বান জানান জেলাশাসক লায়া।