রাজনৈতিক দল ও কাশ্মীরিদের মতামত নেওয়া উচিত ছিল : ৩৭০ ধারা রদ-এর প্রেক্ষিতে মমতার প্রতিক্রিয়া
অবশেষে কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষে এই বিলকে সমর্থন করা সম্ভব নয়| মঙ্গলবার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষের সুরেই তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘আমরা এই বিলটিকে সমর্থন করতে পারি না | আমরা এই বিলের পক্ষে ভোট দিতেও পারব না | সমস্ত রাজনৈতিক দল এবং কাশ্মীরিদের সঙ্গে কথা বলা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের |’
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে গ্রেফতারি প্রসঙ্গেও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি সম্পর্কে আমার কাছে কোনও তথ্য নেই | তাঁরা সন্ত্রাসবাদী নয় | গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বার্থে তাঁদের মুক্তি দেওয়া উচিত |’