গ্রাহকরা ওই অফিস সংলগ্ন এলাকায় জমায়েত হন। ওই সংস্থার অন্যান্য ব্রাঞ্চগুলি ফের বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন গ্রাহকরা। প্রয়োজনে পথ অবরোধ করবেন বলেও জানিয়েছেন তাঁরা
শিলিগুড়িতে ফিনান্স কোম্পানিতে ডাকাতির ঘটনার তদন্তে এল পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (সিট)। শুক্রবার সেবক রোডের ওই ব্রাঞ্চে আসেন তদন্তকারী অফিসাররা।
এদিন ওই ব্রাঞ্চের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখন তাঁরা । অন্যদিকে, এদিনও গ্রাহকরা ওই অফিস সংলগ্ন এলাকায় জমায়েত হন। ওই সংস্থার অন্যান্য ব্রাঞ্চগুলি ফের বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন গ্রাহকরা। প্রয়োজনে পথ অবরোধ করবেন বলেও জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, শিলিগুড়ির বর্ধমন রোডের একটি গোল্টচ ও ফাইনান্স কোম্পানির অফিসে ডাকাতির ঘটনাটি ঘটে শনিবার।ওই ডাকাতির ঘটনায় বাধা দিতে গিয়ে বেশ কেয়কজন আহত হয়