‘রানি রাসমণি’র অনুরাগীরা সোমবার দেখতে পারেননি ধারাবাহিকটি। নতুন এপিসোড তৈরি না হলে বুধবার থেকে সম্প্রচার বন্ধ এই সব ধারাবাহিকের
ফের বকেয়া সমস্যা মাথা চাড়া দেওয়াকে কেন্দ্র করে টলিপাড়ায় ফের বন্ধ হওয়ার পথে বেশ কিছু ধারাবাহিক | বকেয়া পারিশ্রমিক না মেলায় এইরকম সিদ্ধান্ত | রানা সরকারের পর এবার আঙুল উঠল সুব্রত রায় প্রোডাকশনস-র বিরুদ্ধে |
শোনা যাচ্ছে বকেয়া রয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এই মুহূর্তে সুব্রত রায় প্রোডাকশনস-এর হাতে তিনটি ধারাবাহিক—‘করুণাময়ী রানি রাসমণী’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘মা মনসা’। মঙ্গলবার পর্যন্ত মেলেনি বকেয়া পারিশ্রমিক| ‘রানি রাসমণি’র অনুরাগীরা সোমবার দেখতে পারেননি ধারাবাহিকটি। আজ মঙ্গলবারও দেখতে পাবেন নাকি তার কোনও ঠিক নেই| নতুন এপিসোড তৈরি না হলে বুধবার থেকে সম্প্রচার বন্ধ এই সব ধারাবাহিকের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউনিট সদস্যদের কথায়, তাঁরা কেউ কেউ পোস্ট ডেটেড চেক পেয়েছেন, আবার কারুর তিন থেকে চার মাসের পারিশ্রমিক বাকি | টলিপাড়ায় বকেয়া সমস্যা কিছুতেই পিছু ছাড়ছেনা |এখন প্রশ্ন কবে বকেয়া টাকা মিলবে আবার শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার|