জেলায় জেলায় ডেপুটেশন, মিছিল, পথসভার পর এবার সরকারের নজর কাড়তে সামনের মাসেই এই আন্দোলন কলকাতামুখী করার সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর সংগঠন সূত্রে
অনেকদিন ধরেই জল্পনা চললেও আর নয়! রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবীতে এবার রাজ্য জুড়ে জোরালো আন্দোলনে নামার সিদ্ধান্ত রাজ্যের প্রাইভেট টিউটর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের ( পিটিডাব্লুএ)।জেলায় জেলায় ডেপুটেশন, মিছিল, পথসভার পর এবার সরকারের নজর কাড়তে সামনের মাসেই এই আন্দোলন কলকাতামুখী করার সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর সংগঠন সূত্রে।
সংগঠনের রাজ্য সভাপতি দীপঙ্কর দাস জানান, সামনের মাসে রাজ্যের শিক্ষা মন্ত্রী, এবং মুখ্যমন্ত্রীর কাছেও দরবার করবেন তারা, জেলা থেকে কলকাতার রাজপথে তারা মিছিল করবেন । পাশাপাশি, কর্মরত শিক্ষকরা বাড়ীতে টিউশন পড়ালে তাদের বাড়ির সামনেও ধর্ণায় বসার কর্মসূচি নেওয়া হবে । প্রতিটি জেলা শাখাকে এই কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার বাঁকুড়া জেলাশাসকের দফতরে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন জেলা শাখার প্রতিনিধিরা। সেই কর্মসূচিতে নেতৃত্ব দিতে বাঁকুড়ায় আসেন দীপঙ্কর বাবু। অন্যদিকে, সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি শঙ্কুরাজ বিশ্বাস জানান, এখনও সরকারি নির্দেশিকা অমান্য করে সরকারি ও সরকার পোষিত স্কুলের কর্মরত বহু শিক্ষক এখনও চুটিয়ে বাড়িতে মোটা টাকার বিনিময়ে প্রাইভেট টিউশন করছেন।আজ এরকম প্রায় ৫০০ জন শিক্ষকের নামের তালিকা অতিরিক্ত জেলাশাসক অসীম কুমার বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়েছে।