চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স ছাড়িয়েছে ৪০ হাজারের গণ্ডি

< 1 - মিনিট |

এর আগে চলতি বছরে মাত্র একবার সেনসেক্স ৪০ হাজারের বেশি উঠেছিল

কে আর সি টাইমস ডেস্ক

বুধবার বাজার খুলতেই চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। এদিন সেনসেক্স ছাড়িয়েছে ৪০ হাজারের গণ্ডি। এর আগে চলতি বছরে মাত্র একবার সেনসেক্স ৪০ হাজারের বেশি উঠেছিল। দিনটা ছিল ৫ জুলাই। সেনসেক্স উঠেছিল ৪০,৩১২ পয়েন্ট। বুধবার দিনের শুরুতেই সেনসেক্স ২৬৮ পয়েন্ট উঠে ৪০,১০০ তে স্থির হয়। নিফটিও ওঠে ১১,৮৩৩ পর্যন্ত। মঙ্গলবারও শেয়ারের দাম চড়েছিল। তাতে বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি পায় ২.৭৩ লক্ষ কোটি টাকা। আমেরিকা ও চিনের বাণিজ্যিক চুক্তিতে চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। মঙ্গলবার দিনের শুরুতে সেনসেক্স ৫৮১.৬৪ পয়েন্ট উঠে ৩৯, ৮৩১.৮৪-এ স্থির হয়। পরে সূচক ওঠে ৬৬৬.৮১ পর্যন্ত। আরও উঁচুতে উঠে সেনসেক্স স্থির হয় ৩৯,৯১৭.০১ এর ঘরে। জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের হেড অব রিসার্চ বিনোদ নায়ার বলেন, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বড় কর্পোরেট সংস্থাগুলি ভালো লাভ করেছে। মাঝারি ও ছোট কোম্পানিগুলিও কিছু লাভ করেছে। বিনিয়োগকারীরা ভাবছেন, এই অবস্থায় ঝুঁকি নেওয়া যেতে পারে। আন্তর্জাতিক অর্থনীতির হাল সম্পর্কে বিনোদ নায়ার আশাবাদী। তিনি বলেন, বিশ্ব বাজারে যে কালো মেঘ দেখা গিয়েছিল, তা আস্তে আস্তে কেটে যাচ্ছে। চিন ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে, আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক সুদের হার কমাবে বলে আশা করা হচ্ছে। এর ফলেই নতুন করে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন অনেকে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news