জলপাইগুড়ি ক্যাাম্পাসের ছাত্রছাত্রীদের আন্দোলন

< 1 - মিনিট |

হস্টেল তৈরির দাবিতে পঠনপাঠন বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য. ২০১৩ সালে রাজ্যজ সরকারের পক্ষ থেকে হস্টেলের জন্য অর্থ বরাদ্দ করা হলেও আজ পর্যন্ত হস্টেল তৈরি হয়নি

কে আর সি টাইমস ডেস্ক

হস্টেল তৈরির দাবিতে পঠনপাঠন বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য অবস্থান আন্দোলন শুরু করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যালম্পাসের ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, ২০১৩ সালে রাজ্যজ সরকারের পক্ষ থেকে হস্টেলের জন্য অর্থ বরাদ্দ করা হলেও আজ পর্যন্ত হস্টেল তৈরি হয়নি। এর ফলে চরম সমস্যায় রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি দ্বিতীয় ক্যা ম্পাসের ছাত্রছাত্রীরা।


বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন জেলার বাইরেরও বহু ছাত্র। হস্টেল না থাকায় বাড়িভাড়া করে থাকতে হচ্ছে তাদের। দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের মাসে ৫০০০ টাকা খরচ করে বাড়ি ভাড়া নিয়ে থাকা যথেষ্ট চাপের। এরই প্রতিবাদ ও হস্টেল তৈরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্যা ম্পাসের মধ্যেই অবস্থান শুরু করল শতাধিক ছাত্রছাত্রী। অবিলম্বে হস্টেল তৈরির কাজ শুরু করা না হলে লাগাতার অবস্থান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শুভজিত সরকার বলেন, “গতকাল থেকে ছাত্ররা আন্দোলন শুরু করেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করি দ্রুত সমাধানসূত্র মিলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news