আগামী অক্টোবর মাসে পাঁচ জন বিচারপতির বেঞ্চে এই মামলাগুলির শুনানি হবে
কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্ত ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে যে মামলাগুলি দায়ের হয়েছে, সেগুলিকে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট।
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে বুধবার নোটিশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আগামী অক্টোবর মাসে পাঁচ জন বিচারপতির বেঞ্চে এই মামলাগুলির শুনানি হবে। জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট, টেলিফোন পরিষেবা এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলির সীমাবদ্ধতা শিথিল করার জন্য সুপ্রিম কোর্টে কাশ্মীর টাইমসের এক্সিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিনের দায়ের করা পিটিশনের ভিত্তিতে সাতদিনের মধ্যে রিপোর্ট চেয়ে এদিন কেন্দ্রকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
পিটিশনারদের আবেদনের কপি নিয়ে সেই প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্য রিপোর্ট পাঠাবে, এমনটাই জানিয়ে এদিন শীর্ষ আদালতকে নোটিশ না পাঠানোর জন্য আবেদন জানিয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে সিদ্ধান্তে বদলানো হবে না বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে পাঁচ বিচারপতির বেঞ্চে এই মামলাগুলির শুনানি হবে।