বাবরি মামলায় আগামী ন’মাসের মধ্যেই রায়দান সুপ্রিম কোর্টের

< 1 - মিনিট |

অযোধ্যা মামলার শুনানি চলছে লখনউয়ের ট্রায়াল কোর্টে| লখনউয়ের ট্রায়াল কোর্টের বিশেষ সিবিআই বিচারপতি এস কে যাদব অবসর নিতে চলেছেন আগামী ৩০ সেপ্টেম্বর

কে আর সি টাইমস ডেস্ক

স্মৃতি এখনও অটুট| ১৯৯২-এর ৬ ডিসেম্বর| বাবরি মসজিদ ধ্বংস করে দেন কয়েকশো করসেবক| উপড়ে ফেলা হয় মসজিদের তিন-তিনটি গম্বুজ| আগে থেকে জ্বলতে থাকা হিংসার আগুন আরও ভয়াবহ রূপ নেয়| সাম্প্রদায়িক আগুনে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা দেশ| সাম্প্রদায়িক হিংসার বলি হন কয়েক হাজার মানুষ| বাবরি মসজিদ ধ্বংস মামলায় লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর যোশী-সহ অন্যান্য বিজেপি নেতাদের নাম জড়িয়ে যায়| অবশেষে শীর্ষ আদালত জানিয়ে দিল, ১৯ জুলাই থেকে আগামী ন’মাসের মধ্যেই বাবরি মসজিদ মামলায় রায় ঘোষণা করা হবে|


প্রসঙ্গত, অযোধ্যা মামলার শুনানি চলছে লখনউয়ের ট্রায়াল কোর্টে| লখনউয়ের ট্রায়াল কোর্টের বিশেষ সিবিআই বিচারপতি এস কে যাদব অবসর নিতে চলেছেন আগামী ৩০ সেপ্টেম্বর| কিন্তু, বিশেষ সিবিআই বিচারপতি এস কে যাদবের অবসরের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| ১৯৯২-এর ৬ ডিসেম্বর| কিন্তু, ২৭ বছর আগের সেই দিন এখনও যেন টাটকা| রাম মন্দির না বাবরি মসজিদ, এই নিয়ে বিতর্ক এখনও পিছু ছাড়ছে না|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news