পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ । দরজা ভেঙে ঢুকলে দেখা যায় মৃত অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে
কলকাতায় বেহালায় এক বৃদ্ধের রহস্যমৃত্যু। মৃতের নাম অনাদিকুমার বসু । বয়স ৭২ । গত পরশুদিন ওই বৃদ্ধকে শেষ দেখা গিয়েছিল । মঙ্গলবার বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত বেচারাম চ্যাটার্জি রোডে নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই বৃদ্ধের পচাগলা দেহ । অনাদিকুমার বসু বাড়িতে একাই থাকতেন । মঙ্গলবার সকালে তাঁর বাড়ির সামনে থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় মানুষ । পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ । দরজা ভেঙে ঢুকলে দেখা যায় মৃত অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।