হলদিয়া পেট্রো কেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ড

< 1 - মিনিট |

প্রায় ১৫-১৬ জন শ্রমিকের ঝলসে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছে গেছে

কে আর সি টাইমস ডেস্ক

শুক্রবার সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হল হলদিয়া পেট্রো কেমিক্যালস৷ মূলত ন্য়াপথা ইউনিটে আগুন লাগে বলে জানা যায়৷ ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছে গেছে৷

কারখানার ভিতরে এখনও অনেক শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ প্রায় ১৫-১৬ জন শ্রমিকের ঝলসে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ আহতদের কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

এদিন সকালে হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে কাজ চলছিল। আচমকাই একাংশে আগুন দেখতে পান কর্মীরা। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ইউনিটের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আগুনের হাত থেকে বাঁচতে শুরু হয়ে যায় দৌড়োদৌড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। একে একে ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। অগ্নিদগ্ধ হয়েছেন ১৫-১৬ জন শ্রমিক। দমকল কর্মীরা অগ্নিদগ্ধ শ্রমিকদের উদ্ধার করেন। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অগ্নিদগ্ধ ওই শ্রমিকদের স্থানীয় নার্সিংহোমে ভরতি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পাশাপাশি, এখনও বেশ কয়েকজন কর্মী ওই ইউনিটে আটকে রয়েছেন বলেও খবর। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। এদিকে, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রয়োজনে জখমদের গ্রিন করিডরের মাধ্যমে চিকিৎসার জন্য কলকাতায় আনা হবে বলেও আশ্বাস তাঁর। তবে কীভাবে হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। দমকল কর্মীরা অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news